আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৫৮

সখিপুর (টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে শুক্রবার বিকেলে রতনপুর কাশেমবাজার মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা জিএম মালেক মিঞা স্মৃতি ফুটবল’ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। খেলার উদ্বোধন ঘোষণা করেন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শওকত আলী খান। সভাপতিত্ব করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের প্রধান ডাঃ এম এ সামাদ।
উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাংলাদেশ কমার্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ জিয়াউল করিম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আমিন শরীফ সুপন, সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনী, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া, আনিসুর রহমান ব্যবস্থাপনা পরিচালক কান্ট্রি গ্রুপ অফ কোম্পানি, নবোদয় হাউজিংযের ডিরেক্টর এম এ কামাল, হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, নবীন হোসেন, বর্তমান চেয়ারম্যান শাজাহান খান রবিন, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম জসিম উদ্দিন। ফুটবল ফাইনাল খেলা দেখতে মাঠে প্রচুর দর্শকের সমাগম ঘটে।। খেলায় তক্তারচালাকে ট্রাইব্রেকারে হারিয়ে রতনপুর জয়লাভ করে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |