আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১১:১২

জাতীয় প্রেস ক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি সাংবাদিক শওকত মাহমুদ আটক হয়েছেন। রোববার বিকেলে ৪টা ২৫ মিনিটে রাজধানীর মালিবাগের বাসার সামনে থেকে তাকে আটক করে ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এনায়েত করিমের মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে সিদ্ধান্ত জানানো হবে।
সম্প্রতি মার্কিন একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয়ে রাজধানীর মিন্টো রোড থেকে গ্রেপ্তার হন এনায়েতুর রহমান চৌধুরী। তিনি দেশের প্রথম সারির ব্যবসায়ী, রাজনৈতীক ব্যক্তি, সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তাসন নানা শ্রেণিপেশার মানুষের সঙ্গে বৈঠক করছিলেন রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য। এসব অভিযোগে তাকে রমনার থাকার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে একাধিক ঘটনায় এই শওকত মাহমুদের নাম এসেছে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |