আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২০

বিডি দিনকাল ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের অফিসার ইন চার্জ তাসলিমা অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিমানবন্দর থানা এলাকা একসময় একটি চ্যালেঞ্জপূর্ণ ক্রাইম জোন হিসেবে বিবেচিত ছিল। তবে পেশাদারিত্ব, দক্ষতা ও অকল্পনীয় উদ্যোগের মাধ্যমে তিনি এলাকায় অপরাধ দমন, উদ্ধার অভিযান পরিচালনা এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে যে ভূমিকা রেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়।
একজন সফল অফিসার ইনচার্জ বলতে তার মধ্যে ছিলো সততা ও নৈতিকতা সকল ক্ষেত্রে সত্যবাদী, স্বচ্ছ এবং ন্যায়পরায়ণ হওয়া। দক্ষ নেতৃত্ব অধীনস্থদের সঠিকভাবে নির্দেশনা দেওয়া, অনুপ্রাণিত করা এবং দলকে সংগঠিতভাবে পরিচালনা করা।
সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা চাপের মুহূর্তেও দ্রুত, যুক্তিনির্ভর ও সঠিক সিদ্ধান্ত নিতে পারা ছিল তাসলিমার অন্যতম যোগ্যতা ।
তার কাজের অনেক গুলো গুণাবলীতে রয়েছে , যোগাযোগ দক্ষতা সহকর্মী, জনগণ ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে স্পষ্ট ও কার্যকর যোগাযোগ বজায় রাখা। মানবিক দৃষ্টিভঙ্গি জনগণের সমস্যা বোঝা, মানবিকভাবে সমাধানের চেষ্টা করা এবং সকলের প্রতি সম্মান দেখানো। শৃঙ্খলা ও দায়িত্ববোধ সময়ানুবর্তিতা, নিয়মকানুন অনুসরণ এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা। সমস্যা সমাধান দক্ষতা জটিল পরিস্থিতি বিশ্লেষণ করে কার্যকর সমাধান বের করতে পারা। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিজের দপ্তরকে দুর্নীতিমুক্ত রাখা ও আইনশৃঙ্খলা বজায় রাখায় কঠোর থাকা। মানসিক দৃঢ়তা চাপ, ঝুঁকি বা সংকটপূর্ণ পরিস্থিতিতে মানসিকভাবে স্থির থাকা। সামাজিক সম্পর্ক ও ব্যাবহারিক দক্ষতা মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলা, সহজ-সরল আচরণের মাধ্যমে আস্থা অর্জন করা।

অন্যদিকে গত 24/12/2024 ইং থেকে 07/12/2025 ইং তারিখ পর্যন্ত অফিসার ইনচার্জ হিসেবে নির্দেশে নিম্মলিখিত যে কাজ সম্পাদিত হয়।
* ছিনতাই প্রবণ কাওলা এরিয়াতে ছিনতাই রোদের জন্য সিভিল এভিয়েশন এর সহিত সম্পর্ক বজায় রেখে আবেদন সহ সমম্বয় করে কাউলা কবর স্থান এলাকায় দেয়াল স্থাপন।
* FDEE এক্সপ্রেসওয়ে এর সাথে সমম্বয় করে এবং পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা করা হয়।
* থানা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রনের লক্ষে উধ্বর্তন কর্তৃপক্ষ বরাবর আবেদন প্রেরণ পূর্বক থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫০ টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে।
* কাওলা বনরুপা এরিয়া তে ডিউটির জন্য স্থানীয় লোকজনের সহায়তায় এবং সিভিল এভিয়েশন এর অনুমতি সংগ্রহ পূর্বক কাউলা বনরূপা এরিয়া তে গার্ড রুম নির্মান।
* গত 24/12/2024 ইং তারিখ হইতে গত 07/12/2025 খ্রিঃ পর্যন্ত বিমানবন্দর থানা এলাকা হইতে বিভিন্ন অপরাধে জড়িত ছিনতাইকারী সহ সর্বমোট 1704 জন আসামীকে গ্রেফতার করিয়া আইনানুগ ব্যবস্থা করা হয়েছে।
* ১ নং সেক্টর এলাকায় হকার উচ্ছেদ করিয়া সেক্টর এলাকায় বসবাসরত জনগনের চলার পথ সুগম করা হয়েছে।
* ইজি বাইক এর উত্পাত বন্ধ করা ।
* থানা এলাকায় অবস্থিত বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ রোধ করা হয়েছে।
* থানা এলাকায় নিয়মিত ডিউটির পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করিয়া থানা এলাকা হইতে হিজড়াদের উৎপাত বন্ধ করা হয়েছে।
* বিমানবন্দরের মত কেপিআই এলাকা হইতে ভিক্ষা বৃত্তি করে যারা জীবন যাপন করে তাদেরকে আইনের আওতায় এনে ভিক্ষা বৃত্তি নিরোপন করা হয়েছে।
* নিয়মিত ডিউটির পাশাপাশি সাদা পোষাকে অফিসার ফোর্স মোতায়েন করে নিষিদ্ধ ঘোষিত সংঘটনের মিছিল সহ সভা সমাবেশ রোধ করা হয়েছে।
* বিভিন্ন তারিখ ও সময়ে নিষিদ্ধ সংগঠনের লোকজনদের ধৃত করে আইনের আওতায় আনা হয়েছে। যাহাতে গুরুত্বপূর্ণ কেপিআই এলাকায় কোন নাশকতা বা অর্ন্তঘাতমূলক কার্যকলাপ না করতে পারে।
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা হতে বিদেশগামী যাত্রীদের সাথে যারা প্রতারণা করে তাদেরকে ধৃত করে আইনের আওতায় আনা হয়েছে।
* থানা এলাকায় নিয়মিত এন্ট্রি ক্রাইম মিটিং করে জনগনের মধ্যে মাদক, ইভটিজিং, যৌতুক, নারী নির্যাতন, মানবপাচার সহ আরো সমসাময়িক বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।
* থানা এলাকায় প্রতিমাসে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের সাথে সমন্বয় সভা আয়োজন করা হয়েছে।
* গত 18/10/2025 খ্রিঃ তারিখ বিমানবন্দর কার্গো ভিলেজের অগ্নি দূর্ঘটনার ঘটনায় দূত সময়ের মধ্যে অফিসার ফোর্স নিয়োজিত করে কেপিআই এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
* বিভিন্ন ক্লুলেস অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, আসামী গ্রেফতার ও ডাকাতির ঘটনায় 08 জন পেশাদার ডাকাত সহ ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক গাড়ী উদ্ধার করা হয়।
* এছাড়াও জাল নোট 6,32,82,000/- টাকার জাল নোট, 2কেজি 500 গ্রাম স্বর্ণ উদ্ধার, 14 কেজি 150 গ্রাম গাঁজাসহ ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়।
অন্য আরেকটি চমকপ্রদ কাজ ছিল যা আন্তর্জাতিক ভাবে সম্মান বয়ে আনে দেশের এবং প্রশাসনের । বাংলাদেশে আসা এক কাশ্মীরের মেয়ের পাসপোর্ট ও মোবাইল পকেট মার্ হয় বিমানবন্দর এলাকা থেকে । থানায় এমন অভিযোগ আসা মাত্রেই অফিসার ইনচার্জ তাসলিমা দ্রুত গতিতে সিসিটিভি ফুটেজ দেখে আসামিকে চিহ্নিত করে গ্রেফতার করে এবং খোয়া যাওয়া মালামাল উদ্ধার করে ।অপরাধীকে আদালতে প্রেরণ করে এবং আদালত উক্ত আসামিকে ৬ মাসের সাজা প্রদান করে ।
উদ্ধার হওয়া মালামাল সেই কাশ্মীরি মেয়েকে হস্তান্তর করে এক অনন্য নজির স্থাপন করেন বিমানবন্দরের সাবেক অফিসার ইনচার্জ তাসলিমা ।
এলাকার মানুষ এমন একজন তাসলিমাকে চায় যে কিনা তার দায়িত্ব পালন করে জনগণকে স্বস্তিতে রাখবে । এলাকা থেকে নানা অপরাধ নির্মূলে কাজ করবে আন্তরিকতার সাথে ।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |