আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ৯:১২

জাতীয় নির্বাচনের তপসিল ঘোষণা সন্তোষ প্রকাশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দিগন্তের সূচনা হবে।
সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কারযালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘‘ নির্বাচনে যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটি ভাবে সন্তুষ্ট। শব্দের একটু এদিক-ওদিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না।”
‘‘ মূল বিষয়টা হচ্ছে ২০২৬ সালের ফেব্রুয়ারির ১২ তারিখ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষণা হয়েছে যেটা আমি মনে করি যে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে একটি অত্যন্ত বড় উল্লেখযোগ্য একটা ঘটনা। একই সঙ্গে আমরা মনে করি যে আজকে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন দিগন্তের সূচনা হবে।”
‘এই দিন আমার জন্যে আনন্দের দিন’
গণতন্ত্র ফেরানোর দাবিতে দীর্ঘ দিন কারাবরণকারী মির্জা ফখরুল তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘‘ নিঃসন্দেহের এটা আমার জন্যে অত্যন্ত আনন্দের দিন। আমি বরাবরই বলেছি যে নির্বাচনের ব্যাপারে আমার কোনো আশঙ্কা নেই , নির্বাচন হবে কি হবে না এরকম শঙ্কাও ছিলো না।”
‘‘ নির্বাচন হতেই হবে সেটা হয়েছে, নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এবং ইনশাল্লাহ নির্বাচন হবে।”
‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ইসির দায়িত্ব’
মির্জা ফখরুল বলেন, ‘‘ এই নির্বাচন সুষ্ঠভাবে পালন করা এবং অনুষ্ঠান করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। ”
‘‘ আমাদের প্রত্যাশা করি যে, নির্বাচন কমিশন একেবারে নিরপেক্ষভাবে, সুষ্ঠভাবে, অবাধ এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে। এখানে সকল রাজনৈতিক দল এবং প্রার্থী তারা সবাই সচেতনভাবে এই নির্বাচনটিকে একটি উৎসবমুখর একটি নির্বাচনে পরিণত করবেন। “
তিনি বলেন, ‘‘ আমরা সবাই জানি যে বিগত ১৫ বছর এই দেশে নির্বাচনের নামে প্রহসন হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সুতরাং আজকে আবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে, আজকে একটা নতুন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক একটা পার্লামেন্ট আমরা গঠন করতে সক্ষম হবো।”
‘সংস্কার প্রসঙ্গে’
সংস্কার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আপনারা জানেন যে প্রায় নয় মাস সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি, কতগুলো বিষয় একমত হতে পারেনি। সেগুলো গণভোটের মাধ্যমে আসবে। “
‘শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি প্রসঙ্গে’
বিএনপি মহাসচিব বলেন, ‘‘ আমরা চূড়ান্তভাবে তো প্রার্থী তালিকা আমরা দেইনি আপনারা সবাই জানেন আমরা প্রাথমিক কথা বলেছিলাম এবং আমরা সেই তালিকা এখন চূড়ান্ত হবে, হয়েই গেছে প্রায়। “
‘‘ আমাদের সঙ্গে যারা যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তাদের সঙ্গে কথা বলে মূল্যায়ন করা হবে। আমি মনে করি যে, কোন সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী যে যারা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের কে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারব।”
তিনি বলেন, ‘‘ এমনকি যারা অন্যখান থেকে অন্যান্য দলগুলো বা জোট অংশ গ্রহন করবেন তারা সবাই গণতন্ত্রের যে স্পিরিটকে সঙ্গে নিয়ে এবং একটা নিরপেক্ষ নির্বাচন হিসেবে ব্যাপারে সহযোগিতা করবে।”
গণভোটে দফাওয়ারি বিষয়গুলো না রাখায় প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘‘ কিছুটা তো সমস্যা হবেই এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমার মনে হয় যে যদি আমরা এই বিষয়গুলো নিয়ে সবাই কাজ করি তাহলে সেগুলোকে আমরা উতরাতে সক্ষম হবো।”
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |