আজ মঙ্গলবার | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই মহর্রম, ১৪৪৭ হিজরি | সকাল ৯:৫৩
সারিয়া চৌধুরীঃচৌদ্দগ্রামে উপজেলা পরিষদের সামনে থেকে মাদকসহ ভিআইপি গাড়ি জব্দ, ড্রাইভার আটক। আটককৃত সজিব(২৫) লাকসাম পৌরসভার গাজীমুড়া গ্রামের মাংস ব্যবসায়ী বাবুল মিয়ার ছেলে ও ৭ নং ওয়াড যুবলীগের যুগ্ন-সম্পাদক৷
শুক্রবার সন্ধ্যা ৮ ঘটিকার সময় উপজেলা পরিষদের গেইটের সামনে সন্দেহ হলে ঢাকা মেট্রো গ ৪৩-৯৯৬১ টয়োটা ফিল্ডার গাড়িটি তল্লাসি করার উদ্দেশ্যে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সঙ্গীয় আনসার সদস্য গাড়িটিকে থামানোর সংকেত দিলে ড্রাইভার ছাড়া অন্যরা তৎক্ষনাৎ পালিয়ে যায় এবং অভিযুক্ত ড্রাইভার সজিব আনসারের উপর দিয়ে চালিয়ে পালানোর চেষ্টা করে।
কিন্তু উপজেলা নির্বাহী অফিসার সামনে দাড়ালে গাড়িটি থামাতে বাধ্য হন। গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ বোতল (প্রতিটি ৩৭৫এমএল, ১৮০রূপি/বোতল) ভারতীয় অ্যালকোহল পাওয়া যায়।
পরবর্তীতে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং মাদক পরিবহন ও আনসার সদস্যের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টার অভিযোগে গাড়িসহ ড্রাইভারের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানাকে নির্দেশনা প্রদান করা হয়।
মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |