আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫৪
বিশেষ প্রতিনিধি : কিশোর গ্যাঙ্গের উৎপাতে অতিষ্ট আজমপুর মুক্তিযুদ্ধা রোডের বাসিন্দারা । প্রতিদিন এরা দিন রাতে ভাগ ভাগ হয়ে মোবাইল গেইম খেলার মধ্যে দিয়ে আড্ডা জমায় । এলাকার কেউ এদের অন্যায় কাজের বিরোধিতা করলেই তাদের উপর দলবদ্ধ ভাবে জাপিয়ে পরে । শারীরিক এবং মুখিকভাবে লাঞ্চিত ও নানা ভাবে অপদস্ত করে । তাদের এই সব অপকর্ম যেন নিত্য নৈমিত্ত বিষয় হয়ে দাঁড়িয়েছে । এরা মাদক সেবনেও অভ্যস্থ।
গতকাল এক ট্রেইলার কর্মচারী কাম ছাত্র মো: ইমরান মিয়াকে ব্যাপক মারধর এবং ছুরিকাহত করে এই গ্ৰুপের সদস্যরা । মোহাম্মদ ইমরানের ডান পায়ের উরুতে এবং ডান হাতে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয় । একপর্যায়ে এলাকার মানুষ আহত ইমরানকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে প্রেরণ করে চিকিৎসার জন্য ।
এদিকে এই ঘটনায় ভিকটিম ইমরান মিয়াকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাহত করার ঘটনায় ভিকটিমের পিতা ইমাম উদ্দিন মিয়া চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে দক্ষিণখান থানায় মামলা রুজু করেন । এজাহার নামীয় আসামিরা হলো (১) অপু ,(২) সোহাগ ,(৩) রবিন ,(৪) মোমিন । অজ্ঞাত আরো ৪ থেকে ৫ জন ।
গতকাল শনিবার ৩ মে ২০২৫ইং রাত ১১ টার দিকে মুক্তিযুদ্ধা রোডের মুসলিমপাড়া প্রবেশ মুখে এই ঘটনা ঘটে। যখন এই ঘটনা ঘটে তখন হামলাকারীদের একজন মূল হামলাকারীকে চুরি সহ এলাকার মানুষ ধরে ফেলে । উত্তেজিত জনতার হাতে ব্যাপক গণধোলাইয়ের শিকার হয় মো: সোহাগ। তাৎক্ষণিক একজন সাংবাদিক ঘটনা দেখে দক্ষিণ খান থানার ডিউটি অফিসার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) তাইফুর মির্জাকে ফোন করে ঘটনা অবহিত করে । ওসি তাইফুর মির্জা তাৎক্ষণিক থানা থেকে পুলিশ প্রেরণ করেন ঘটনাস্থলে । এক পর্যায়ে পুলিশ এসে জনতার হাত থেকে গণধোলাইয়ের শিকার কিশোর গ্যাঙ সদস্য সন্ত্রসী সোহাগকে চুরি সহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
এদিকে এই ঘটনার খবর পেয়ে র্যাব এর একটি দলও তাৎক্ষণিক ছুটে আসে ঘটনাস্থলে ।
এই প্রতিবেদক ভিকটিম ইমরান মিয়ার সাথে কথা বলে জানা যায় যে , ইমরান স্থানীয় এক সেলুন কর্মচারী অপুকে ৫ হাজার টাকা ধার দেন কয়েক মাস আগে। ধার দেয়া এই টাকা ফেরত চান ইমরান । কিন্তু এই টাকা ফেরত দিতে নানা তালবাহানা করে সেলুন কর্মচারী অপু। গতকাল এই টাকা চাইতে গেলে আগে থেকে অপুর ভাড়াটে কিশোর গ্যাঙ্গ সদস্য সন্ত্রাসী সোহাগ ,মোমিন ,রবিন,রাকিব সহ অন্যরা সম্মিলিত ভাবে ভিকটিম ইমরানের উপর জাঁপিয়ে পরে।মুসলিম পাড়ার ভাড়াটিয়া বাসিন্দা আবুল কালামের ছেলে মামুন নিজে চুরি তুলে দেয় বন্দু সোহাগের হাতে। সেই চুরি দিয়ে ভিকটিম সোহাগকে দুই দফা ছুরিকাহত করে ।
গত মধ্যে রাতেই দক্ষিণ খান থানায় এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে । মামলা নাম্বার -০৩ -০৪/০৫/২০২৫ । মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন থানার এস আই পলাশ আহম্মেদ ।
ওসি তাইপুর মির্জা বলেছেন , এই ঘটনার সাথে অন্য আসামিদের দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে । দক্ষিণ খান এলাকায় যে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ।
এই কিশোর গ্যাঙ্গের অন্যতম হোতা সালমান নামে এক ভুয়া ধান্দাবাজ সাংবাদিক। তার নেতৃত্বেই এই কিশোর সন্ত্রাসীরা মুক্তিযুদ্ধা রোডে দাপিয়ে বেড়ায় । দিন-রাত কোনো না কোনো সময় এরা আড্ডা জমায় এই এলাকায় । মূলত এরা কেউই এই এলাকার কোনো স্থায়ী বাসিন্দা না ।এদের অত্যাচারে এলাকার মানুষ মুখ খুলে কেউ কোনো কথা বলার সাহস পায় না । এই গ্ৰুপের সেল্টার দাতা আরো অনেকেই রয়েছেন এমনটা অভিযোগ করেছেন নাম না প্রকাশে বেশ কয়েকজন ভুক্ত ভুগি । এলাকার মানুষ এদের হাত থেকে নিস্তার চান । এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেফ অত্তান্ত জরুরি । এছাড়া যারা কেউ ঘটনার সাথে জড়িত তাদের সকলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্ত ভুগির পরিবার ও এলাকার সর্বস্তরের জনতা ।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |