আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ৮:২০

ঢাকা : গতরাত আনুমানিক ১২ টায় রাজধানীর কলাবাগানে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ ছদ্মবেশী কুখ্যাত চাঁদাবাজ বাবু’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় চাঁদাবাজ বাবু তার বাড়িতে পুলিশের পোশাক পরে চাঁদাবাজির জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল।পরবর্তীতে, তার সহযোগী চাঁদাবাজ শাহীন (কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি হান্নান এর জামাতা) এর বাড়িতে তল্লাশি চালিয়ে আরো ৭ জোড়া পুলিশের পোশাক ও নকল রিভলবার উদ্ধার করা হয়।
জানা যায়, চাঁদাবাজ চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ উপপরিদর্শক ছদ্মবেশে কলাবাগান এর কাঁঠালবাগান এলাকায় বিভিন্ন বাস, ট্রাক থেকে চাঁদা সংগ্রহ করে আসছিল। এছাড়াও তাদের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে কলাবাগান থানায় ৭টি মামলা এবং ১টি সাধারণ ডায়রি লিপিবদ্ধ রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |