আজ শুক্রবার | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫০

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ঃ সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এ সময় এই বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে গিয়েছে।
শনিবার রাতে সাভার উপজেলার হেমায়েতপুরের আলমনগর সুগন্ধা হাউজের সোসাইটির নাছির উদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায়, শনিবার রাতে আলমনগর হাউসিং সোসাইটির ছয় নম্বর বাড়ির ৩য় তলার নাছির উদ্দিনের ফ্ল্যাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে ১০ থেকে ১২ জন ডাকাত। এরপর ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে হাত-পা বেঁধে মারধর করে পাশের কক্ষে আটকে রাখে। পরে আলমারি ভেঙ্গে প্রায় ৬ভরি স্বর্ন, ১২ ভরি রুপা, নগদ ৪৫ হাজার টাকা নিয়ে যায় তারা। ডাকাতির অভিযান শেষে ডাকাতরা চলে গেলে ওই বাড়ির আটকে থাকা লোকজনের ডাকচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভুক্তভোগীদের উদ্ধার করে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে এঘটনাটি তদন্ত চলছে, মালামাল উদ্ধার এবং ডাকাতির সাথে জড়িতদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১১ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩১ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫২ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৩ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৪ অপরাহ্ণ |