আজ শুক্রবার | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ |৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | সকাল ১০:৩২
প্রকৌশল খাতে চাকুরীর ক্ষেত্রে বৈষম্য দূরীকরণে কোটা প্রথা বিলুপ্তি সহ তিন দফা দাবিতে BUET, RUET, KUET, CUET, AUST সহ অন্যান্য বিশবিদ্যালয়ে প্রকৌশল বিদ্যায় অধ্যয়নরত সাধারণ ছাত্র ছাত্রীরা গতকালের ন্যায় আজকেও শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে এবং দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হলে পুলিশ প্রকৌশলীদের অধিকার রক্ষার আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপের পাশাপাশি ব্যপক লাঠিচার্জ করে। এতে অনেক আহত হয় এবং হাসপাতালে ভর্তি হয়।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর সাবেক ছাত্রদলের সংগঠন “রুয়েট এক্স-জেসিডি অ্যাসোসিয়েশন” প্রকৌশলীদের অধিকার রক্ষার আন্দোলনকে সমর্থনের পাশাপাশি পুলিশের এই বর্বোরচিত হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছে।
বাংলাদেশের টেকসই আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে, এদেশের প্রকৌশল খাতে চাকুরীক্ষেত্রে কোটা প্রথা বিলুপ্ত করতঃ বৈষম্য দূরীকরণে এবং প্রকৌশল পেশার মান অক্ষুন্ন রাখতে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য “রুয়েট এক্স জেসিডি অ্যাসোসিয়েশন” সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানাচ্ছে।
“রুয়েট এক্স জেসিডি অ্যাসোসিয়েশন” সর্বদা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত রাখবে।
“রুয়েট এক্স জেসিডি অ্যাসোসিয়েশন” এর সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: আব্দুর রাজাক (রুহানী) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:২২ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৯ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৭ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:১৯ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৩৭ অপরাহ্ণ |