আজ মঙ্গলবার | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই রমজান, ১৪৪৬ হিজরি | রাত ১:০১
সান্তোসে ফিরে এক মাসের মধ্যেই ৭ ম্যাচ খেলে ফেলেছেন নেইমার জুনিয়র। করেছেন ৩ গোল ও ৩ অ্যাসিস্ট। সেরা খেলোয়াড়ের পুরস্কার বাগিয়েছেন ৪ ম্যাচে। সোমবার সকালে ক্যাম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোর বিপক্ষে সান্তোস জিতেছে ২-০ গোলে। ফ্রি কিক থেকে দলের প্রথম গোলটি করেন নেইমার। ম্যাচ শেষে এই ব্রাজিলিয়ানের অনুরোধ, স্বপ্নটা ভাঙাবেন না।
সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেয়ার পর দেড় বছরে সাকুল্যে ৭ ম্যাচ খেলতে পারেন নেইমার। চোটের কারণে প্রায় পুরোটা সুময় জুড়েই ছিলেন মাঠের বাইরে। শেষ পর্যন্ত দু’পক্ষের সম্মতিতে তাকে ছেড়ে দেয় সৌদি ক্লাবটি। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যেন পুরনো নিজেকে খুঁজে পেয়েছেন এই ৩৩ বছর বয়সী ফুটবলার। ব্রাজিলিয়ান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত শুরু করেছেন ৬ ম্যাচে। অন্যটিতে মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। একাদশে থাকা ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই ম্যাচসেরা তিনিই। সোমবার সকালে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নবম মিনিটেই সান্তোসকে এগিয়ে দেন ব্রাজিলের রাজপুত্র খ্যাত নেইমার। বক্সের বাইরে বাঁ প্রান্তে ফ্রি কিক পায় সান্তোস।
কোনাকুনি শটে সরাসরি লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান মহাতারকা। ক্লাবের হয়ে এটি তার টানা দ্বিতীয় ও মোট তৃতীয় গোল। আগের ম্যাচে সরাসরি কর্নার থেকে গোল করেন নেইমার, যেটি পরিচিত অলিম্পিক গোল নামে। প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে। এছাড়া অ্যাসিস্টও রয়েছে ৩টি। দীর্ঘ সময়ের পর মাঠে পায়ের জাদু দেখানো নেইমারের কাছে ব্যাপারগুলো স্বপ্নের মতোই। ম্যাচ শেষে তাই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লেখেন, ‘আমাকে এই স্বপ্ন থেকে জাগাবেন না।’ সান্তোসের দ্বিতীয় ও শেষ গোলটি করেন জোয়াও শ্মিট। ম্যাচের ৭৫তম মিনিটে মাংসপেশিতে অস্বস্তি অনুভব করেন নেইমার। তাই ম্যাচ শেষ হবার আগেই তাকে তুলে নেয়া হয়। সাইড বেঞ্চে বসেই বরফ দিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। তবে প্রাথমিকভাবে কোনো গুরুতর চোটের শঙ্কা নেই।
সোমবার, ১৭ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:০৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৮ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৩ অপরাহ্ণ |