আজ সোমবার | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রমজান, ১৪৪৬ হিজরি | রাত ১১:০৩
জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর ম্যানহেইমে একটি গাড়ি-ধাক্কার দুইজন নিহত হয়েছেন। এটিকে ইচ্ছাকৃত আক্রমণ বলে দাবি করেছে জার্মান কর্তৃপক্ষ, তবে এটি রাজনৈতিক বা ধর্মীয়ভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল না বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে নিহত দুজন হলেন একজন ৮৩ বছর বয়সী নারী এবং একজন ৫৪ বছর বয়সী পুরুষ। আহত হয়েছেন আরও ১১ জন।
সিএনএন সূত্রে খবর, রোজকার মতো সোমবারও ম্যানহাইম শহরে সাধারণ মানুষের ভিড় ছিল। কিন্তু হঠাৎই ভিড়ে ঠাসা রাস্তায় বেপরোয়া গতির গাড়ি নিয়ে হামলা চালানো হয়। পথচারীদের পিষে দিয়ে চলে যায় গাড়িটি। এদিক-ওদিক ছিটকে পড়েন পথচারীরা। ম্যানহাইম শহরের পুলিশ জানিয়েছে, ঘটনার পর হুড়োহুড়ি পড়ে যায়। প্রথমে মনে করা হয়েছিল এটি কোনো দুর্ঘটনা। স্থানীয় একটি দোকানে আশ্রয় নেন অন্তত ৩০ জন। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গোটা শহর ঘিরে ফেলে হামলাকারীর খোঁজে শুরু হয় চিরুনি তল্লাশি। অবশেষে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া শহরজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।
পাবলিক প্রসিকিউটর রোমিও শুসলার বলেছেন যে, সন্দেহভাজন হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছেন এমন ‘নির্দিষ্ট প্রমাণ’ রয়েছে। পুলিশ সন্দেহভাজন ব্যক্তির বাড়িতেও তল্লাশি করেছে।জানা গেছে সে প্রতিবেশী রাইনল্যান্ড-প্যালাটিনেট রাজ্যের একজন ৪০ বছর বয়সী জার্মান নাগরিক। এক বিবৃতিতে ম্যানহেইমের মেয়র ক্রিশ্চিয়ান স্পেচ বলেছেন, ‘শান্তিপ্রিয় মানুষের ওপর এই জঘন্য অমানবিক হামলায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত।’
মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মিউনিখে একই ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে পিষে দিয়ে চলে যায় আততায়ীর গাড়ি। মৃত্যু হয় এক শিশুর। এছাড়া গত বছরের ডিসেম্বর মাসে ক্রিসমাসের আগে একইভাবে রক্তাক্ত হয় জার্মানির ম্যাগডেবার্গ শহর। ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড়। এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। মৃত্যু হয় ২ জনের। আহত হন ৬০ জন। ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) নেতা এবং জার্মানির পরবর্তী চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ বলেছেন যে, ‘সাম্প্রতিক মাসগুলোতে দেশের মাটিতে এ ধরনের ঘটনা একের পর ঘটে চলেছে। জার্মানিকে আবার নিরাপদ দেশে পরিণত করতে হবে। আমরা দৃঢ়তার সাথে এ লক্ষ্যে কাজ করবো।’
সোমবার, ১৭ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:০৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৮ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৩ অপরাহ্ণ |