আজ সোমবার | ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১৭ই রমজান, ১৪৪৬ হিজরি | রাত ১১:৫৫
ভারত-বাংলাদেশ ভিসা ইস্যু নিয়ে অন্তর্র্বতীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভিসা সার্বভৌম অধিকার, কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এ নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। এটা তাদের সিদ্ধান্ত। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি একথা বলেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা চালুর বিষয়ে কোনো খবর দেয়ার থাকলে সেটার এখতিয়ার শুধু দেশটির সরকারের। “আমরা আশা করব, তারা সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই ব্যক্তির দ্বারা পরিচালত ‘কেউ নাম শোনেনি’ এমন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার খরচের বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে দুদেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে বলে মনে করি না। এটা নিয়ে সম্পর্কে এদিকওদিক হবে কি না, মনে হয় না। বিষয়টা হল, তারাওতো শুধু প্রেসিডেন্ট বলেছেন একটা, কোনো বিস্তারিত দেননি বা কাউকে অভিযুক্তও করেন নাই। আমরাও দেখেছি, এই রকম কোনো কিছু নেই। কাজেই এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না।”
অনুসন্ধান চালিয়ে ওই অভিযোগের সত্যতা না পাওয়ার যে বক্তব্য সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে, সে বিষয়ে এক প্রশ্নে উপদেষ্টা বলেন, “এটা কোনো তদন্ত করা হয় নাই, অনুসন্ধান বলতে আমরা খোঁজ নিয়েছি যে, এটা কী? আমরা এখানে দুই ব্যক্তির প্রতিষ্ঠান এমন কিছু আছে কিনা।
“যেসব জায়গা থেকে খোঁজ নেওয়া যায়, অনানুষ্ঠানিকভাবে খোঁজ নিয়ে দেখেছি যে, আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে এই টাকা দেওয়া হয়, মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিও’র সাথে কার্যকলাপ করে, গণতন্ত্রের পক্ষে যারা কাজ করে তাদের সাথে কাজ করে।”
২৯ মিলিয়ন ডলার যথাযথ মাধ্যমে আসার কথা তুলে ধরে তৌহিদ হোসেন বলেন, “টাকা পয়সাগুলো যথাযথ মাধ্যমে এসেছে, এমন কোনো দুই ব্যক্তি না যাদেরকে টাকাটা দেওয়া হয়েছে। আর যদি থাকত, এটা খুব সহজে জানা যেত।”
সোমবার, ১৭ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:০৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৮ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৩ অপরাহ্ণ |