আজ মঙ্গলবার | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৬ হিজরি | রাত ৯:৩৩
বিডি দিনকাল ডেস্ক : দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তরের কাফরুল থানাধীন ৯৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কবির হোসেন মিল্টন, ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবু হানিফ, সিনিয়র সহ-সভাপতি আরিফ মৃধা, ৪ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর নিখিল, ১৬ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলম ভুইয়া, গুলশান থানা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জুয়েল আহমেদ প্রামানিক-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ-পদবী থেকে বহিস্কার করা হয়েছে।
একেই সাথে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাবেক সদস্য আহসান উল্লাহ চৌধুরী হাসান এর প্রাথমিক সদস্য পদ স্থগিত করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তরের উত্তরখান থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ বকুল-কে উত্তরখান থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান আজ উপরোল্লিখিত সিদ্ধান্ত সমূহ অনুমোদন করেছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয় ।
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪৬ অপরাহ্ণ |