আজ মঙ্গলবার | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৮
রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা করেছে র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দিনব্যাপী র্যাব-১ এর উদ্যোগে ২০ মার্চ ২০২৫ ইং তারিখ আনুমানিক ১০৩০ ঘটিকা হতে ১৬০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল ডিএমপি, দক্ষিণখান থানাধীন মদিনা বেকারি এবং সুমাইয়া বেকারি ও উত্তরখান থানাধীন নিউ রাজধানী বেকারি তে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় তেজগাও বিএসটিআই এর পরিদর্শক জনাব তরিকুল ইসলাম সুমন এর উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো: আবু হাসান এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ পন্থা অবলম্বনের দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক মদিনা বেকারি’কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, নিউ রাজধানী বেকারি’কে ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা ও বিএসটিআই আইন ২০১৮ এর ৩১ ধারা মোতাবেক দোষী প্রতিষ্ঠান সুমাইয়া বেকারি’কে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকাসহ সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বর্ণিত ফ্যাক্টরিগুলোতে ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ব্যবহার করা হয় যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে ভবিষ্যতে এরকম অসঙ্গতি পরিলক্ষিত হলে উক্ত ফ্যাক্টরি বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।
এ সময় তেজগাঁও বিএসটিআই’র পরিদর্শক তরিকুল ইসলাম সুমনের উপস্থিতিতে ও ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অবৈধ পন্থা অবলম্বনের দায়ে অর্থদণ্ড প্রদান করে।
ফ্যাক্টরিগুলোতে ক্ষতিকারক ফুড কালার এবং কেমিক্যাল ব্যবহার করা হয়, যা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে ভবিষ্যতে এরকম অসংগতি পরিলক্ষিত হলে এই ফ্যাক্টরিগুলো বন্ধ করা হবে বলে তাদের সতর্ক করা হয়।
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪৬ অপরাহ্ণ |