আজ মঙ্গলবার | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৩
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে ৯২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ডিবি-রমনা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো: আবুল হোসেন (৫৫), ২। স্বপন কুমার নট্র ওরফে মো: সালমান (৪২) ও ৩। মো: শাকিল (২৩)।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম।
ডিবি-রমনা বিভাগ সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি বাসযোগে ইয়াবা নিয়ে যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে ওই টিম ঢাকা-চট্টগ্রাম রোডস্থ রায়েরবাগ এলাকার ফুট ওভার ব্রিজের দক্ষিণ পাশে চেকপোস্ট পরিচালনা করে মাদক পরিবহনে ব্যবহৃত বাসসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করে। অতঃপর তাদের দেখানো মতে বাসে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৪৬ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহের আনুমানিক মূল্য ৯২ লক্ষ ৪০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। তারা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় এনে রাজধানীর বিভিন্ন মাদক কারবারিসহ ঢাকার আশেপাশের এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪৬ অপরাহ্ণ |