আজ শুক্রবার | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৩৯
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন ঃ-
বাণী-”পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহ’র প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত বন্দেগীর পর বিশ^ মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদের আগমনে রোজা ভেঙ্গে আল্লাহ’র বিশেষ শোকরিয়াস্বরুপ আনন্দ উৎসব পালন করেন-সেটিই ঈদুল ফিতর। এ দিনে বিশ^ মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে, যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মূহুর্ত। ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহ’র সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ। এ দিনে সৌহার্দ্য সম্প্রীতি ও ভালবাসার বন্ধনে সবাইকে নতুনভাবে আবদ্ধ করে। ঈদের দিন মানুষ সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলিত হয়। ঈদ এমন এক নির্মল আনন্দের আয়োজন, যেখানে মানুষ আত্মশুদ্ধির আনন্দে পরস্পরের ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হন। তাই এ দিনে আমাদের অঙ্গীকার হোক-সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানী থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভুতি, মানবতা ও মহামিলনের এক অভুতপূর্ব সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। দীর্ঘ দেড় দশক পর এবার ফ্যাসিবাদমুক্ত দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। গুম, খুন, গুপ্তহত্যার এক অবর্ণনীয় নিপীড়ণ ও নির্যাতনে অনেক পরিবার স্বজনহারা, অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন। সেই পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাতে হবে, তাদের পাশে থাকতে হবে। ঈদুল ফিতরের আনন্দে যেন সমাজের সব শ্রেণীর মানুষ শরীক হতে পারে সেজন্য সবার মুখে হাসি ফোটানের আনন্দ সমাজের স্বচ্ছল মানুষের দায়িত্ব। কোন অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।
আজকে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”
শুক্রবার, ৯ মে, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৭ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৯ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৫ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৯ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৩১ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৫৩ অপরাহ্ণ |