আজ মঙ্গলবার | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৬ হিজরি | রাত ৯:৪৫
তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নত করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। আন্তালিয়া ডিপ্লোমেটিক ফোরামে অংশ নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম। এ সময়ে তারা তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশংসা করেন।
মাহফুজ আলম বার্তা সংস্থা আনাদোলুকে বলেছেন, উভয় দেশের সম্পর্কে নতুন নতুন সম্ভাবনা আছে। বাংলাদেশের সরকার সেসব সম্ভাবনার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তিনি আরও বলেন, অন্য বিষয়গুলোর পাশাপাশি তুরস্কের বিনিয়োগ ও সহযোগিতা দ্রুতগতির হবে। ঢাকা ও আঙ্কারার মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধির আগ্রহকে বিবেচনায় নেয়া হয়েছে। তিনি আরও বলেছেন, মিয়ানমারে নির্যাতিত হয়ে যেসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছেন তাদের অবস্থা আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সামিটে অন্য দেশগুলোর সঙ্গে মুসলিম দেশগুলো আলোচনা করবে।
তিনি বলেন, শরণার্থীদের বিষয়ে হবে সেমিনার। তা থেকে ভবিষ্যত নির্দেশনা বেরিয়ে আসবে। তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আমরা এসব নিয়ে আলোচনা করবো। অন্যদিকে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ও তুরস্কের জনগণের একের প্রতি অন্যের অতি আন্তরিক অনুভূতি রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আঙ্কারার সঙ্গে সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে আগ্রহী। পাশাপাশি বৈচিত্র্যের ক্ষেত্রগুলোতে সহযোগিতা ও তা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ আছে। রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, শরণার্থীদের ফেরত পাঠানোয় আঙ্কারার সঙ্গে যোগাযোগ রাখবে ঢাকা। তার ভাষায়, সামনের দিনগুলোতে দুই দেশ বাস্তবেই একে অন্যের আরও কাছে আসবে বলে আমরা আশা করি। উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়া শহরে শুক্রবার শুরু হয়েছে আন্তালিয়া ডিপ্লোমেটিক ফোরাম। এর থিম ‘খণ্ডিত বিশ্বে কূটনীতি পুনরুদ্ধার’।
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪৬ অপরাহ্ণ |