আজ বুধবার | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০২
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম : তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন হলরুমে ১৯ মে’২০২৫ইং সোমবার দুপুরে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।
কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসার মোঃ আকরাম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, বিশিষ্ট ক্রীড়াবিদ রেজাউল করিম রাজু।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় কুড়িগ্রাম জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রশিক্ষণ সমাপনীতে মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মর্সূচীতে বাছাইকৃত অনুর্ধ-১৫ বছর বয়সী ৩০ জন বালক ও ১০ জন বালিকা অংশ নেয়। সাঁতার প্রতিযোগিতায় প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১’শ ২০ জন প্রতিযোগি অংশ নেয়ার পর তাদের মধ্য হতে ৪০ জন প্রার্থীকে চূড়ান্ত ভাবে বাছাই করে মাস ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।
বুধবার, ১৮ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৫ অপরাহ্ণ |