আজ বুধবার | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ |২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৮
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পাঠ করানোর বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছে আপিল বিভাগ। তবে, রায়ের কপি হাতে না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে চান না প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাকের শপথ ইস্যুতে প্রশ্ন করলে এমন জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার।
এএমএম নাসির উদ্দিন বলেন, রায় এখনো আমরা পাই নাই। রায়ের কপি পাওয়ার পর আইনগত দিক পরীক্ষা-নিরীক্ষা করে আমাদের যা করণীয়, আমরা সেটা করবো।
রায় নিয়ে আপনারা কী ভাবছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রায় তো আমরা পাই নাই। টেলিভিশনের হেডলাইন দেখে তো আর মন্তব্য করা যায় না। আপনাদের আইনজীবী তো ছিল, এমন বিষয় উত্থাপন করা হলে সিইসি বলেন, আইনজীবীর সঙ্গে আমাদের কোনো কথা হয়নি।
ইশরাক মেয়র হিসেবে শপখ নিলেও তো মেয়াদ শেষ এমন বিষয় উত্থাপন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, এটা নিয়ে কথা বলা যাবে না।
বুধবার, ১৮ জুন, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১২ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০০ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:১৮ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৫ অপরাহ্ণ |