আজ রবিবার | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই মহর্রম, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৩৮
ইরানের পারমাণবিক স্থপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর এ হামলা চালিয়েছে তারা। পারমাণবিক স্থাপনার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরে ব্যাপক হামলা চালানো হয়েছে। এই হামলার কেতাবি নাম দেয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তেহরানের পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা রুখে দিতেই এই হামলা চালানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইরানি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নাতানজের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রসহ দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন এবং বাহিনীর তেহরান সদরদপ্তরে হামলা হয়েছে। রাজধানীর একটি আবাসিক এলাকায় হামলায় কয়েকজন শিশু নিহত হয়েছে বলেও জানায় টেলিভিশনটি।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমরা ইসরাইলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে দাঁড়িয়ে আছি। কয়েক মুহূর্ত আগে ইসরাইল ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু করেছে। যতদিন না ইরানের হুমকি পুরোপুরি দূর হচ্ছে, এই অভিযান চলবে।
ইসরাইলি সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, দেশটি নাতানজসহ ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত ডজনের বেশি পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি বলেন, ইরানের কাছে এমন পরিমাণ ইউরেনিয়াম রয়েছে যা দিয়ে কয়েক দিনের মধ্যেই ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদও এই অভিযানে অংশ নেয়। তারা ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় গুপ্তচরবৃত্তি ও নাশকতা চালিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
এদিকে ইরান থেকে সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, আমাদের প্রজাতন্ত্রের বিরুদ্ধে চালানো এই আগাম হামলার প্রতিশোধে খুব শিগগিরই ইসরাইলের বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হতে পারে।
এই ঘটনার পর আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যে একটি বড় ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে ইরান যদি সরাসরি ইসরাইলকে টার্গেট করে প্রতিশোধ নেয়, তাহলে এটি গোটা অঞ্চলে বিস্তৃত যুদ্ধের রূপ নিতে পারে।
রবিবার, ১৩ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৫৪ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২০ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৪ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৫ অপরাহ্ণ |