আজ বুধবার | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৬

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার বিকেলে এ ভিত্তিপ্রস্থর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ২০২৩ সালে জেলা সদরের মহেন্দ্রনগর ও হারাটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট চালায় আওয়ামী সন্ত্রাসীরা। সে সময় থেকে এ দলীয় কার্যালয় দুটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।
আজ বিকেলে তিনতলা ভবন বিশিষ্ট এ কার্যালয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী,জেলা মহিলাদলের সভাপতি অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌসী আরা রোজি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশুরোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৭ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৮ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৮ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৮ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৯ অপরাহ্ণ |