আজ বুধবার | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪২

ঢাকা-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার হোসেন বলেছেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই এখনো শেষ হয়নি। তারেক রহমানের নেতৃত্বে এই লড়াই চলমান থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার রাজধানীর সূত্রাপুর থানার ৪৩ নং ওয়ার্ডে লালকুঠি, ফরাশ গঞ্জ স্পোর্টিং ক্লাব, কে এল জুবলী স্কুল, সরকারি প্রাথমিক বিদ্যালয় একরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুসলিম স্কুল ভোট কেন্দ্রের সর্বস্তরের জনগণ উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলে।
ইশরাক বলেন ,বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, পতাকা ও জাতীয় পরিচয় লাভ করে। এই অর্জন এমনি এমনি আসেনি। কিন্তু বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ভয়াবহ দমন-পীড়ন, গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। বিশেষ করে গত বছরের ২৪ জুলাই সংঘটিত গণহত্যায় ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হয়েছেন; যার সংখ্যা ১৪শ’রও বেশি বলে তিনি উল্লেখ করেন।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন, খুনি স্বৈরাচার শেখ হাসিনা বর্তমানে বিদেশে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। তিনি দাবি করেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের হত্যার নির্দেশসংক্রান্ত অডিও আন্তর্জাতিকভাবে যাচাই-বাছাইয়ে প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ নির্বাচনে ভোটাধিকার হরণ করে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছে। এসব প্রহসনের নির্বাচনের মাধ্যমে একটি গোষ্ঠী আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। তবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ সেই অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
বিএনপির এই নেতা জানান, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে বিএনপি আগেই ৬০টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছিল। বর্তমান সংস্কার কার্যক্রম সেই প্রস্তাবেরই ধারাবাহিকতা বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় সমস্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ঢাকা-৬ আসনের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ ও সুশাসন খাতে কার্যকর ও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
পরিবেশ দূষণ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় বায়ু দূষণের কারণে রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। পরিবেশ উন্নয়ন করা গেলে স্বাস্থ্যখাতে চাপ কমবে এবং জনগণ মানসম্মত চিকিৎসা পাবে।
ইঞ্জিনিয়ার হোসেন বলেন, বিএনপি বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া বানাতে চায় না; বরং বাংলাদেশের সমস্যা সমাধান করে বাংলাদেশকেই একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বিএনপি আজও বিশ্বাস করেরাষ্ট্র পরিচালনার মালিক জনগণ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতে চায় দলটি।
তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী ২৫ তারিখে দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তনকে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন।
হাজী আবু তাহের সমাজ সেবক কামরুল মল্লিক ,সোস্যাল ক্লাব সভাপতি হারণ ঘোষ সাবেক ফুটবলার,বজলুর রহমান কে এল জুবলি কলেজ সিনিয়র শিক্ষক,বাদল সাহ বলু শ্রী শ্রী মদন সাহ মন্দির সভাপতি, নীল কোমল সাহ বিহারী লাল মন্দির সেক্রেটারি , সূত্রাপুর থানা বিএনপি আহব্বায়ক আজিজুল ইসলাম, সূত্রাপুর থানা প্রথম যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মোল্লা,৪৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী আব্দুল কাইয়ূম, ৪৩ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এড. মোস্তাফিজুর রহমান ফয়েজ,
সূত্রাপুর থানা বিএনপি যুগ্ম আহবয়ক রাম সাহ সুমন,ঢাকা মহানগর দক্ষিণ সদস মোঃ ফরিদ উদ্দীন ফরিদ,ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস নাসিমুল গণি খান ,
ফরাজ গঞ্জ কাঠ ব্যাবসা সমিতির সভাপতি সাদুজ্জামান ডায়মন্ড সহ প্রমুখ।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৭ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৮ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৮ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৮ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৯ অপরাহ্ণ |