আজ বুধবার | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৩৭

লালমনিরহাট প্রতিনিধি::স্বাস্থ্যসেবা নারীর অধিকার,অস্বীকার নয়, অগ্রাধিকার এই শ্লোগানে লালমনিরহাটে নারীর স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গেগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা( ফিডা)।এ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাস্থ্যঝুঁকির কারণ ও প্রতিরোধের উপায় বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও গান পরিবেশনের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়।
ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সুন্দ্রাহবি নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন।
এ সময় সংগঠনের শিফট যুবনেতা আবু সাইদের নেতৃত্বে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত নারী ও শিশুদের জন্য চেয়ার খেলা,সুইসুতো খেলা,দৌড় সহ বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৭ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৮ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৮ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৮ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৯ অপরাহ্ণ |