আজ বুধবার | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪১

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ আরও ১১ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৯ জনকে গ্রেপ্তার করে। এছাড়া তেজগাঁও থানা পুলিশ একই সময়ে আরও ২ জনকে গ্রেপ্তার করে।
অভিযুক্তরা হলো-আব্দুর রহমান, জান্নাতুল নাঈম, মো. ফয়সাল, মুয়াজ বিন আব্দুল রহমান, জুবায়ের হোসাইন, আলমাস আলী, জুলফিকার আলী সৌরভ, নিয়াজ মাহমুদ, মোহাম্মদ মাইনুল ইসলাম, মো. হাসেম এবং আরাফাত ইয়াসিন।
ডিবি সূত্র জানায়, ১৮ ডিসেম্বর দিবাগত রাতে কারওয়ান বাজারে অবস্থিত দুই সংবাদপত্রের কার্যালয়ে উচ্ছৃঙ্খলদের হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য ধারাবাহিক অভিযান চালানো হয়। সোমবারের অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় তেজগাঁও থানা আরও ২ জনকে আটক করে।
এই ঘটনায় এখন পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বলেছে, তদন্ত অব্যাহত রয়েছে এবং বাকি অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৭ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৮ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৮ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৮ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৯ অপরাহ্ণ |