আজ বুধবার | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৬:৪১

লালমনিরহাট প্রতিনিধি:আগামী ২৫ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় যাতায়াতের জন্য লালমনিরহাট থেকে বিশেষ ট্রেন বরাদ্দের দাবিতে আন্দোলনে নেমেছে লালমনিরহাট জেলা বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়ার কথা থাকলেও আকস্মিকভাবে তা বাতিল করে রেল কর্তৃপক্ষ।
ফলে আজ মঙ্গলবার সকাল থেকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এসে রেলপথ অবরোধ করে রাখে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তাদের দাবি আমরা ভাড়া করে ট্রেন নেওয়ার জন্য বিশেষ ট্রেন বরাদ্দ চেয়েছি। কর্তৃপক্ষ আমাদের ট্রেন দিতে চেয়েছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা আজ বাতিল করে। ফলে ট্রেনের দাবিতে আমরা আন্দোলন করছি। রেলপথ অবরোধ ও আন্দোলনের কারণে বুড়িমারী – ঢাকা,লালমনিরহাট – বুড়িমারী,লালমনিরহাট- রংপুর রুটের সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। হঠাৎ করে ট্রেন বন্ধ হয়ে যাওয়া ভোগান্তিতে পড়েছেন আন্তঃনগর সহ সকল রুটের ট্রেনে যাত্রীগণ।
এ ব্যাপারে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন জানান,রেলওয়ে কর্তৃপক্ষের সাথে ঢাকা যাওয়ার জন্য বিশেষ ট্রেন ভাড়া সাপেক্ষে নেওয়ার জন্য আলোচনা করা হয়। ট্রেন দেওয়ার কথাও চুড়ান্ত হয়।কিন্তু রেল কর্তৃপক্ষ হঠাৎ করে মঙ্গলবার রাতে ট্রেন দিতে অপারগতা প্রকাশ করে।
এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার মোরশেদ আলম বলেন,ইঞ্জিন সংকটের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সমাধানের জন্য আলোচনা চলছে।
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:১৭ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৩৮ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১২:৫৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৩:৫৮ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৮ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৩৯ অপরাহ্ণ |