আজ বুধবার | ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৪ঠা রজব, ১৪৪৭ হিজরি | রাত ৮:২৩

শিরোনাম :

বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে দেড় যুগ অপেক্ষার অবসান, ফিরছেন তারেক রহমান কৃত্রিম পা সংযোজন—অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিএনপি শহীদ শরিফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের ভেতরে আছো : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের মৃতদেহ দেশে প্রত্যাবর্তন লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান

গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিএনপি

প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫ ৩:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিএনপি।

রোববার দুপুরে জাতীয় দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রধানদের সাথে মতবিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ দলের পক্ষ থেকে এই সহযোগিতা চান।

তিনি বলেন, ‘‘ যে অপশক্তির উত্থান সবাই এখানে আজকে বলেছেন, মতি ভাই ( মতিউর রহমান) প্রকাশ্যে বলেছেন। সেই অপশক্তিরের উত্থানটা আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে ৫ আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত । সেটার একটা স্বরুপ, চেহারা এবং কর্ম গত কয়েকদিন আমরা লক্ষ্য করেছি, প্রকাশিত হয়েছে। ”

‘‘সুতরাং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে এবং জাতীয়ভাবে আমাদের সবাই এই বিষয়টাতে যাতে সচেতন হতে পারি সে বিষয়ে আপনাদের সংবাদপত্র এবং ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন জাতীয় ঐক্য জাতীয় স্বার্থে ধরে রাখার জন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন এছাড়া হবে না।”

সালাহ উদ্দিন আহমদ বলেন গণমাধ্যমের কাছে গঠনমূলক সমালোচনা ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সালাহ উদ্দিন আহমদ।

পরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদদু আলমগীর পাভেল বক্তব্য রাখেন।

রেডিসেন ব্লু, ঢাকা ওয়াটার গার্ডেনের বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে গণমাধ্যমের সম্পাদক ও নির্বাহী প্রধানের সাথের এই মতবিনিময় হয়। সভার পর মধ্যহ্ন ভোজে আপ্যায়ন করা হয় গণমাধ্যমের সম্পাদক-সাংবাদিকদের।

যায় যায় দিনের সম্পাদক শফিক রেহমান বলেন. ‘‘ সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা.. ঠিক আছে কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্বে এটা আমার মনে রাখতে হবে। আমি যখন আবার ফিরে পেলাম যায় যায় দিন আমি সম্পাদক বিভাগকে বলেছি, তোমরা খেয়াল রাখবে একটা ছোটখাট প্রশংসার কাজও হয় যদি ব্যক্তিগতভাবে সরকারিভাবে ওই কথাটা সম্পাদকীয়তে লিখবে। খালি সমালোচনা করো না। “

‘‘সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত । আপনাদের অনুরোধ করছি সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া সরকারের সমালোচনা করা ইউনুস সাহেবের সমালোচনা এটা কিন্তু নয়। আমি কিন্তু সরকারকে টেনেই বলছি। ”

তিনি বলেন, ‘‘ এখানে আমি মাহফুজ সাহেবের(মাহফুজ আনাম) একটা কথা বলতে চাই..উনি চলে গেছেন। আশা করি তার সহযোগী মিস্টার মতিউর রহমান আমার কথাটা তার কাছে পৌঁছে দেবেন। তিনি বলেছেন যে, সাংবাদিক ভুল করতে পারে। ধন্যবাদ এই কথাটা বলার জন্য।”

‘‘ সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সাহস থাকতে হবে। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই তিনি যেন মাহফুজকে বলেন আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি। কেননা তিনি বিশাল ভুল করেছিলেন ওয়ান ইলেভেন হওয়ার পরে। এবং সেই ভুল তিনি কিন্তু টেলিভিশনে সকলের সামনে স্বীকার করেছিলেন। থ্যাংক ইউ মিস্টার মাহফুজ আনাম।”

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘‘ আমি মনে দেশে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে, চলছে… এটা একটা বিপদজনক এবং সেটা বিএনপির জন্যও কিছুটা কঠিন অবস্থা। ”

‘‘ আমি সবসময় ভাবতাম বা এখনো মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বেশ একটু আগে যদি আসতে পারতেন তাহলে এক্ষেত্রে হয়ত বিএনপি এবং দেশের মধ্যে একটা ভালো সুবিধাজনক অবস্থা তৈরি হতে পারতো। ওনার অনুপ্রস্থিতিটা কিছুটা আপনাদের জন্য প্রশ্ন তৈরি করেছে, কিছু নানা রকম বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ হয়েছে। সেটা একটা আপনাদের জন্য নীতিবাচক হিসেবে দাঁড়িয়ে গেছে। একই সঙ্গে যদি বলি এই একটা বছর বা ১৫ টা মাস ধরেও বিএনপির সকল কর্মকাণ্ড নানা স্তরে নানা ভাবে নানা ক্ষেত্রে যেভাবে হয়েছে যতটুকু জানি বা যতটুকু জানি না সেটুকু কিন্তু বিএনপির জন্য খুব ভালো হয়নি। সেগুলো এখনো সংশোধন করার ভালো করার সুযোগ সম্ভাবনা আছে।”

তিনি বলেন, ‘‘ আপনাদের দলটা অনেক বড় বৃহৎ এবং আমি মনে করি এখন পর্যন্ত এখন এবং এখন পর্যন্ত বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল… এটা স্বীকৃত। আর আমাদের জরিপ যেটা আমরা করেছি। আমরা এটা বিশ্বাস করি যে জরিপ এটা মোটামুটি সত্যের কাছাকাছি বা মানুষের চিন্তা জগতের কাছাকাছি সেখানে বিএনপি কিন্তু বৃহত্তম দল হিসেবে এসছে এবং নির্বাচনে অনেক বেশি ভোট পেয়ে তারা বিজয়ী হবেন।”

‘‘ আমরা এটা বিশ্বাস করতে চাই বা এটা হয়ত আমরা এটা ভাবতে পারি যে, আপনারা ক্ষমতায় আসছেন। ক্ষমতায় আসছেন যে দল, সে দলের নেতৃত্ব সে দলের সকল পর্যায়ের নেতৃত্ব কর্মী বাহিনীর সকল কর্মকাণ্ডের মধ্যে সেই আচরণ বিনয়ী, সৌজন্য, অভদ্রতার অনেক বেশি করে প্রতিফলিত হওয়া দরকার।”

প্রথম আলো-ডেইলি স্টারের হামলা-অগ্নিকান্ডের ঘটনায় সকল রাজনৈতিক দল, শ্রেনী-পেশার মানুষ পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কতজ্ঞতাও প্রকাশ করেন মতিউর রহমান।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘‘ আপনারা প্লিজ মনে রাখবেন যে বাংলাদেশের ৫৩ বছর বয়সে কোন মিডিয়ার অফিস আগুন যায় জ্বালানো হয় নাই। সর্বপ্রথমবারের মতন প্রথম আলো টেলিস্টারের অফিসে আগুন জ্বালানো। কেন? আমরা কি অপরাধ করলাম? আমি এটা অনুরোধ করব সমস্ত মিডিয়াকে যে সত্যিকার অর্থে আপনারা এটা প্রশ্ন করবেন। “

‘‘তবে ভবিষ্যতের দিকে আমি তাকাতে চাই। আমি সুন্দর একটি সম্পর্ক আমি মিডিয়ার সঙ্গে তুলতে চাই। সেখানে আমার অনুরোধ থাকবে। প্রথমে মত প্রকাশের স্বাধীনতা হচ্ছে স্টেপ ওয়ান। এটা রাজনীতির দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ই অবস্থান হবে। মানে কি বলব ? ক্রিটিক্যাল মত প্রকাশের স্বাধীনতা। মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু আপনার আমি সমালোচনা করব সেইটা স্বাধীনতা।”

‘‘ এখন সালাউদ্দিন ভাই ইউ আর ভেরি ফ্রেন্ডলি টু মিডিয়া বিকজ ইউ আউট অফ পাওয়ার। আপনি ক্ষমতায় গেলে আপনি কেমন হবেন সেটা আমরা যখন দেখব যে আপনি একই রকম উদার , একই রকমভাবে আপনি গ্রহণ করছেন সমালোচনা। আমাদের এই ৫৩ বছরের রাজনীতিতে বড় অভিজ্ঞতা হলো যে, কোন সরকার কোনদিন তারা ক্রিটিক্যাল জার্নালিজম এক্সেপ্ট করে নাই।”

‘‘ আমি আশা করব নতুন বাংলাদেশে এই ক্রিটিক্যাল জার্ণালিজম আপনারা নিবেন এবং সেখানে আমি বলব যে, ক্রিটিকাল নট অনলি ফর ফ্রিডম অফ জারনালিজম, ইট ইজ এ চান্স ফর গুড গভারনেন্স… আপনি স্বাধীন সাংবাদিকতাকে আপনি করবেন নারচার করবেন অবশ্যই আমাদের ইন্টেস্ট কিন্তু আমরা যদি সত্য কথা শুনতে না চাই , আই উইল গ্রেট মিসটেক….। আমার অনুরোধ থাকবে যে নতুন যে বাংলাদেশ আমরা চাচ্ছি , আমরা তারেক রহমানের নেতৃত্বে যেটা ভবিষ্যৎ দেখছি সেখানে যেন ক্রিটিক্যাল জার্নালিজম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া থাকে।”

মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, ‘‘ একটা অস্থির সময় কঠিন সময়। দেশটা দুভাগে বিভক্ত। বিভাজনের মধ্যে কথা বলাও খুব ডিফিকাল্ট। তবে আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুবই ভালো লেগেছে।”

‘‘ আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে মিডিয়া পলিসি কি হবে জনাব সালাউদ্দিন আহমেদ জনাব রিজবি আহমেদ দুইজনের বক্তব্য থেকে স্পষ্ট ।আমি খুবই আশাবাদী হতে চাই যে, আগামী দিনে যদি এর শিখি ভাগ বাস্তবায়িত হয়। মিডিয়া পলিসি যেটা বলা হয়েছে তারা যদি সেটা বাস্তবায়ন করেন তাহলেই বোধহয় বাংলাদেশের মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে।”

তিনি বলেন, ‘‘ অনেক চ্যালেঞ্জ সামনে। তারেক রহমান এমন এক সময় আসছেন যখন বাংলাদেশের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। মানুষ নিজেকে নিরাপদ ভাবতে চায়। কিন্তু মানুষ কিন্তু এখন নিরাপদ ভাবতে পারছে না।”

‘‘ চারদিকের পরিস্থিতি যেদিক যেভাবে যাচ্ছে আমরা যখন কথা বলছি এখন ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ, দিল্লিতে আমাদের হাই কমিশনারের বাসভবনে হামলা হয়েছে, আক্রান্ত হয়েছে প্রহরীরা… চারদিকে কিন্তু আমি খবরাখবর যা দেখছি, ডেইলি স্টার, প্রথম আলোর উপর হামলা হলো এরপরে কি হবে কেউ জানে না । সেই কারণ এই অবস্থায় বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবচাইতে বেশি বিএনপি মানুষের পাশে থাকবে তারেক রহমান আসবেন তারেক রহমান সেই প্রতিশ্রুতি দেবেন সেটা আমি জানি।”

তিনি বলেন, ‘‘ আমরা সবাই নিরাপদ থাকতে চাই , লিখতে চাই , আমাদের কথা বলতে দিন আপনারা যদি এটা নিশ্চিত করেন সাধুবাদ জানাবো। আর না হলে আবারো হয়তবা আমরা আপনাদের সমালোচনা করব কিন্তু এই সমালোচনা যেন হঠকারিতায় পরিণত না হয় সেই দিকটাও আমাদের দেখতে হবে।”

‘‘আগামী দিনে চ্যালেঞ্জ যেটা আসছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই রাষ্ট্রে রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু বিপন্ন হতে পারে। যদিও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না হই রাষ্ট্র বিপন্ন হয়ে যাবে। সেই রাষ্ট্রের অস্তিত্ব যদি বিপন্ন হয়ে যায় তাইলে আমরা কেউই থাকবো না।আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তারেক রহমানের আগমনকে আমি শুভেচ্ছা জানাই। আমি মনে করি, তিনি আসলে বাংলাদেশের চেহারা হয়তোবা পাল্টে যাবে।”

গণমাধ্যম ব্যক্তিত্ব কামাল আহমেদ বলেন, ‘‘ কৌতুক করার অধিকার মানুষকে দিতে হবে। তারেক রহমান আমি প্রশংসা করি এই কারণে যে, তিনি একটি দিকে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন… যে প্রথমে একটি কার্টুন শেয়ার করেছিলেন নিজের ছবি নিয়ে কার্টুন যেটা উনি শেয়ার করেছিলেন স্বৈরাচারের পতনের পর। ”

‘‘ ভবিষ্যতে যাতে আরো কার্টুন হয় এবং সেই কার্টুন হওয়ার কৌতুক করার সুযোগটা থাকে যাতে থাকে… আপনাদের মাঠ পর্যায়ের সমর্থকরা কিংবা মধ্যম সারি, নিম্ন সারির নেতারা যেন তেড়ে না আসেন সেটাও আপনাদের তাদেরকে শেখাতে হবে।”

তিনি বলেন. ‘‘আর যেন নিরাপত্তা সংস্থার থেকে ফোন করে বলা হবে যে কোন টকশোতে কাকে ডাকা হবে এই চর্চাটা যেন বন্ধ হয়।”

‘‘ খুবই আশার কথা যে ১৭ বছর বা ১৮ বছরের প্রবাসী জীবন থেকে বা নির্বাসিত জীবন থেকে বিএনপির প্রধান তারেক রহমান তিনি আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি তার যে এই যে পুরো নির্বাসিত জীবনটা যুক্তরাজ্যে কাটিয়েছেন ব্রিটেনে। ব্রিটেনের গণতন্ত্র কেমন করে কাজ করে? সেটা তার খুব কাছে থেকে দেখার সৌভাগ্য হচ্ছে। সেখানে গণতন্ত্র কিভাবে কাজ করে বিশেষ করে পত্রিকা সেটাও তার দেখার সুযোগ হয়েছে। আমরা আশা করব যে তিনি সেটা এখানে প্রয়োগের সুযোগটা করে দেবেন। আমরা সেটা চর্চা করতে চাই।”

এছাড়া নোয়াবের সভাপতি একে আজাদ, ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, কালের কন্ঠের সম্পাদক হাসান হাফিজ, বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুদুর রহমান খলিলী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের নিরবাহী পরিচালক জহিরুল আলম, যমুনা টিভির প্রধান নির্বাহী ফাহিম আহমেদ, বিবিসির জ্যেষ্ঠ প্রতিনিধি কাদির কল্লোল, এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরন, মিডিয়া ব্যক্তিত্ব কাজী জেসিন, আশরাফ কায়সার, আবদুর নূর তুষার, নিউজ টোয়েন্টিফোরের হেড অফ নিউজ শরীফুল ইসলাম খান।

সম্পাদকদের মধ্যে নয়া দিগন্তের সালাহ উদ্দিন বাবর, ফিনান্সিয়াল এক্সপ্রেসের শামসুল হক জাহিদ, দেশ রুপান্তরের কামাল উদ্দিন সবুজ, বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন, ব্যবস্থাপনা পরিচালন মাহবুব মোর্শেদ, দি সান এর রেজাউল করিম, লোটাস, সমকালের শাহেদ মোহাম্মদ আলী, আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, খবরের কাগজের মোস্তফা কামাল, জনকন্ঠের খোরশীদ আলম, প্রতিদিনের বাংলাদেশ মারুফ কামাল খান, বাংলা বাজারের রাশেদুল হক, বাংলা নিউজের তৌহিদুর রহমান মিঠু,, ইটিভির আবদুস সালাম, ডিভিসির লোটন ইকরাম, বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, এসএ টিভির মাহমুদ আল ফয়সাল, এনটিভির ফখরুল ইসলাম কাঞ্চন, বৈশাখী টিভির জিয়াউল কবির সুমন, একাত্তর টিভির শফিক আহমেদ, ইন্ডিপেন্ডেন্টের মোস্তফা আকমল, মাছ রাঙ্গার রেজানুল হক রাজা, নাগরিক টিভির এরফানুল হক নাহিদ, জিটিভির গাউসুল আজম বিপু, এটিএন নিউজের শহীদুল আজম, দেশ টিভির মোহাম্মদ মহিউদ্দিন, এখন সময় তুষার আবদুল্লাহ, নিউ এজের শহীদুজ্জামান, যুগান্তরের নির্বাহী সম্পাদক এনাম আবেদীন, আমাদের সময়ের নজরুল ইসলাম, স্টার নিউজের ওয়ালিউল মিরাজ, মোহনা টিভির এম এ মালেক, গ্রীন টিভির মাহমুদ হাসান, দীপ্ত টিভির এএম আকাশ, ঢাকা পোস্টের কামরুল ইসলাম. ঢাকা মেইলের হারুন জামিল, সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ , ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, মহিউদ্দিন খান মোহন, জাতীয় প্রেস ক্লাবের ব্যাবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি , নিউজ টোয়েন্টিফোরের ডিএমডি গিয়াস উদ্দিন রিমন, শীর্ষ নিউজের একরামুল হকসহ বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ইসমাইল জবিহ উল্লাহ, চেয়ারপারসনের উপদেষ্টা জিয়া উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় নেতা মাহাদী আমীন, রশিদুজ্জামান মিল্লাত, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান রুমন, মীর হেলাল, মোর্শেদ হাসান খান, শাম্মী আখতার, বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবীর খান, মাহমুদা হাবিবা, ফারজানা শারমিন পুতুল, বিএনপি চেয়ারপারসন এর মিডিয়া উইংস দায়িত্ব প্রাপ্ত কর্মকতা শামসুদ্দিন দিদার, খালেদা জিয়া-তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুর ইসলাম , প্রমূখ নেতারা ছিলেন।

এক্সক্লুসিভ প্রধান খবর মিডিয়া রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ

    দৈনিক প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা, লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনায় আরও ১১ জনকে গ্রেপ্তার

    নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার , মালিকদের নিকট হস্তান্তর

    বিশেষ বরাদ্দের ট্রেন না পাওয়ায় লালমনিরহাট রেলপথ অবরোধ

    উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদল আনা হচ্ছে

    লালমনিরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন

    লালমনিরহাটে ফিডার উদ্যোগে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

    সখিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুসহ তিনজন নিহত

    ‘প্রকাশিত সংবাদের প্রতিবাদ’

    ড্যাবের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    নিকডু শিক্ষক সমিতির আয়োজনে জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন

    ঢাকা-১২ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন বিএনপির প্রার্থী সাইফুল আলম নীরব

    তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলমান: ইশরাক

    নিজের দল বিলুপ্ত করে নেতা-কর্মীদের নিয়ে বিএ নপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা

    মুক্তিযুদ্ধকে হেয় প্রতিপন্নের চেষ্টা নিন্দনীয়: ইসরাক

    রাষ্ট্র গভীর সংকটে, দেশ উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি: রবি

    দেড় যুগ অপেক্ষার অবসান, ফিরছেন তারেক রহমান

    কৃত্রিম পা সংযোজন—অসহায় শিক্ষার্থী বাইজিদ হোসেনের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    লক্ষ্মীপুরে তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন—অগ্নিদগ্ধ বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

    গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়েছে বিএনপি

    লালমনিরহাটে নারীদের স্বাস্থ্য বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

    লালমনিরহাটে বিএনপি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

    লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, ঘুমন্ত শিশু নিহত, অগ্নিদগ্ধ ৩

    শহীদ শরিফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত

    লাখো মানুষের অংশগ্রহণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত

    ‘প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি, তুমি আমাদের বুকের ভেতরে আছো : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাত বরণকারী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের মৃতদেহ দেশে প্রত্যাবর্তন

    শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাণীশংকৈলে ছাত্র-জনতার মশাল মিছিল

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত


    • বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:১৭ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:৩৮ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৫৮ অপরাহ্ণ
      আছরবিকাল ৩:৫৮ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:১৮ অপরাহ্ণ
      এশা রাত ৭:৩৯ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।