আজ মঙ্গলবার | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি | সকাল ৯:২৬
বিডি দিনকাল ডেস্ক : রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ ২০২৫) রাত আনুমানিক ০১:৪০ ঘটিকায় উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ সুমন মিয়া ওরফে রাব্বি (৩০), মাহমুদুল হাসান মিয়া ওরফে মীর হোসাইন মীরু (২৮), আমির হোসেন (২২) ও রুবেল মিয়া (২৩)কে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি ছুরি ও একটি চাকু উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উত্তরার ১০ নং সেক্টরস্থ আব্দুল্লাহপুর তাসিন সিএনজি স্টেশনের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফ্লাইওভারের উপর একদল দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত চারজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের সাথে থাকা কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় গ্রেফতারকৃতরাসহ পলাতক অন্যান্যদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা দেশীয় অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
উত্তরা পশ্চিম থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্টু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:১৩ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:৩১ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২৪ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৩ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪২ অপরাহ্ণ |