আজ সোমবার | ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৬

শিরোনাম :

ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে ‘এখন চ্যালেঞ্জ’: পুস্পমাল্য অর্পনের পরে সাংবাদিকদের মির্জা ফখরুল সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ: মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে চীন সফর ও দেশের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা সংবাদ বিজ্ঞপ্তি:কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে রক্তাক্ত গণঅধিকার এর সভাপতি নুরুল হক নুর শেখ হাসিনার আমলে বাংলাদেশে নজীরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন : তারেক রহমান স্বাস্থ্য উপদেষ্টা হতে এক সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক দেয়ার অভিযোগ : দুদকের অভিযান সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে: সিইসি এএমএম নাসির উদ্দিন তৎকালীন সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি খালেদা জিয়া: ডা. জাহিদ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)

বীর বিক্রম ড. কর্নেল অলি আহমদ : দুর্নীতি, ক্ষমতা ও লোভ যাকে কখনই স্পর্শ করেনি

প্রকাশ: ২২ মার্চ, ২০২৫ ৫:১৮ অপরাহ্ণ

সালাহ উদ্দীন রাজ্জাক : ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)। যাকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা কখনই সম্ভব হবে না। ১৯৭১ সালে তিনি ছিলেন চট্টগ্রাম ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত তরুণ অফিসার। ২৫ মার্চ রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর ক্র্যাকডাউনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সর্বপ্রথম অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেন, যার একমাত্র প্রত্যক্ষদর্শী বীর বিক্রম অলি আহমদ। প্রস্তাব পেয়েও তিনি নিজে ঘোষণা না দিয়ে নিজের সিনিয়র আর্মি অফিসার মেজর জিয়াকে স্বাধীনতার ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেছিলেন।

মুক্তিযুদ্ধের পুরোটা সময় যিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছায়া সঙ্গী। দেশ স্বাধীন হওয়ার পরেও তিনি ছিলেন জেনারেল জিয়ার পাশে। দেশ গঠন, বিএনপি গঠন সর্বক্ষেত্রে যে লোকটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সার্বিক সহযোগিতা করেছেন, তিনি বীর বিক্রম অলি আহমদ। বিএনপির নাম নির্ধারণ, প্রথম কমিটি ও রূপরেখা তার হাতেই লেখা হয়েছে। তিনি ছিলেন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমানের একান্ত ব্যক্তিগত সচিব।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বরণের পর বিএনপির মহাসচিব একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও যুগ্ম মহাসচিব ফেরদৌস আহমেদ কোরেশী যখন দেশ ছেড়ে আমেরিকায় অবস্থান নেন তখন যে ব্যক্তি নিজের পরিবার পরিজনকে ভুলে বেগম খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমানের সন্তান ও বিএনপির পাশে সর্বত্র থেকেছেন তিনি আর কেউ নন ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

অলি আহমদ এমন একজন ব্যক্তি যাকে দুর্নীতি, লোভ ও ক্ষমতা কখনই স্পর্শ করতে পারেনি। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ রাস্তা অবরোধ করেছিল। বিএনপিকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো চেষ্টা করা হয়েছিল। ওই সময়ে শেখ হাসিনার বিশেষ দূত তার চাচা হাফিজুর রহমান ও সাবেক মন্ত্রী আ খ ম জাহাঙ্গীর কর্নেল অলির কাছে নিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব। তিনি তা প্রত্যাখ্যাত করে থেকেছেন বিএনপি ও খালেদা জিয়ার পাশে।

এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ এর নির্বাচনে শেখ হাসিনা তাকে শত শত কোটি টাকা, মন্ত্রীত্ব দিয়ে কিনতে চেয়েও ব্যর্থ হয়েছেন অলি আহমদ বীর বিক্রমের সততার কাছে। তিনি যোগাযোগ মন্ত্রী থাকা অবস্থায় যমুনা সেতুর পুরো নির্মাণ কাজ সম্পাদিত হয়। অথচ মন্ত্রী হিসেবে সব সময় দুর্নীতির উর্ধ্বে থেকেছেন তিনি। হাসিনা তাকে কিনতে ব্যর্থ হয়ে চেয়েছেন দুদকের জালে জড়াতে। তবে ৩ দফা পৃথক পৃথকভাবে তদন্ত করে তার বিরুদ্ধে পাননি কোনো দুর্নীতির ছোয়া।

কর্নেল অলি আহমদ বীরবিক্রমের ১৯৭৪ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদনের ওপর প্রয়াত লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী বীর-উত্তম লিখেছেন- ‘সাংগঠনিক ব্যাপারে এই কর্মকর্তার রয়েছে অসাধারণ দক্ষতা। তিনি অত্যন্ত কঠোর পরিশ্রমী এবং বর্তমান পদবি থেকেও বড় দায়িত্ব নেওয়ার সামর্থ্য তাঁর রয়েছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এই কর্মকর্তা একদিন সেনাবাহিনীর সম্পদ হতে পারেন। মুক্তিযুদ্ধের সময় তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। কার্যত তিনি ছিলেন প্রথম কর্মকর্তা যিনি ঝুঁকি নিয়ে নিজ উদ্যোগে একাত্তরের ২৫/২৬ মার্চ রাতে স্বাধীনতার ঘোষণার ব্যাপারে জেনারেল জিয়াউর রহমানকে অবহিত করেন।’

উল্লিখিত বার্ষিক প্রতিবেদনের শেষাংশে জেনারেল জিয়াউর রহমান বীর-উত্তর ঊর্ধ্বতন অফিসার হিসেবে লিখেছিলেন, ‘তিনি (কর্নেল অলি) পরিপূর্ণভাবে অনুগত এবং অত্যন্ত সাহসী একজন অফিসার। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত এবং কর্মোদ্যোগী।’

জেনে নিন কে এই বীর বিক্রম অলি আহমদ। ১৯৩৯ সালের ১৩ মার্চ চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বিখ্যাত ‘কুতুব’ পরিবারে জন্মগ্রহণ নেওয়া ড. অলি আহমদ বীর বিক্রম ১৯৫৭ সালে নিজ উপজেলার গাছবাড়িয়া এন. জি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। ১৯৬৬ সালে ন্যাশনাল কলেজ, করাচী থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর, “রেভ্যুলিউশন, মিলিটারি পারসোনেল এন্ড দি ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ” শিরোনামে একটি গবেষণার উপর যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের একজন অনারারী রিচার্স ফেলো।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র হিসেবে তিনি আন্দোলনে অংশগ্রহণ এবং সক্রিয় ভূমিকা পালন করেন। এলএলবি অধ্যয়নরত অবস্থায় তিনি পাকিস্তান মিলিটারী একাডেমীতে যোগ দেন এবং ১৯৬৫ সালে কমিশন লাভ করেন। তিনি ১৯৬৭ সালে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এবং ১৯৭০ সালের ২৪ সেপ্টেম্বর ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নিযুক্ত হন। ১৯৭১ সালে ২৫শে মার্চের রাতে ঢাকায় পাকিস্তান সামরিক জান্তার নৃশংস হত্যাযজ্ঞের সংবাদ পাওয়ার পর, ক্যাপ্টেন অলি আহমদ ৮ম ইষ্ট বেঙ্গল রেজিমেন্টকে সাথে নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম বিদ্রোহ করেন এবং সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন এবং সকল পাকিস্তানি অফিসারদের বন্দি করেন। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বেই যুদ্ধের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রামের ষোলশহরে অবস্থানরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সহ-অধিনায়ক এবং ক্যাপ্টেন অলি ছিলেন প্রথম কোয়ার্টার মাস্টার।

১৯৭১ সালের ২৭শে মার্চ চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানার ফুলতলা প্রাথমিক বিদ্যালয়ে তিনি সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার এবং মুক্তিযোদ্ধাদের যৌথ হেডকোর্য়াটার স্থাপন করেন। তৎকালীন মেজর জিয়া ক্যাপ্টেন অলি আহমদকে বৃহত্তর চট্টগ্রামে যুদ্ধ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। তিনি সীতাকুণ্ড, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকা, চট্টগ্রাম বন্দর এলাকা, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা, চকবাজার, কক্সবাজার এবং কালুরঘাট রেডিও ষ্টেশন এলাকায় মেজর জিয়াউর রহমানের নির্দেশে বিভিন্ন অফিসারের নেতৃত্বে যুদ্ধ পরিচালনার জন্য সেনা দল মোতায়ন করেন। বস্তুতঃ তারাই ২৬শে মার্চ ১৯৭১ সালে ঐ বিদ্রোহের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বর্তমান আধুনিক সশস্ত্র বাহিনীর ভীত রচনা করেন। ২৭শে মার্চ ১৯৭১ তিনি মেজর জিয়াউর রহমানকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার জন্য অনুপ্রাণিত করেন এবং পরামর্শ দেন।

যুদ্ধকালীন সময়ে তিনি কালুরঘাট, মীরেরসরাই, মস্তাননগর, করেরহাট, তুলাতুলী, হেয়াকু, চিকনছড়া, রামগড় এবং বেলুনিয়ার প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে লড়াই করেন। পরবর্তী পর্যায়ে এপ্রিল মাসেই তিনি চট্টগ্রাম ও ফেনী জেলার আংশিক অঞ্চলের (বেলুনিয়া, ফেনী নদী থেকে করেরহাট পর্যন্ত) সাব-সেক্টর কমান্ডার নিযুক্ত হন। ঐ অঞ্চলে যুদ্ধ পরিচালনার সর্বময় ক্ষমতা তাকে প্রদান করা হয় এবং তিনিই ছিলেন বাংলাদেশের প্রথম সাব-সেক্টর কমান্ডার।

স্বাধীনতা যুদ্ধে বীরোচিত ভূমিকার স্বীকৃতি স্বরূপ যুদ্ধ চলাকালীন সময়ে তিনিই সর্বপ্রথম ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে “বীর বিক্রম” খেতাবে ভূষিত হন। ১৯৭১ সালের জুলাই মাসে প্রসিদ্ধ ‘জেড ফোর্সের’ প্রথম বিগ্রেড মেজর হিসেবে তিনি নিয়োগ প্রাপ্ত হন এবং যুদ্ধ চলাকালীন সময়ে বাঙ্গালী অফিসারদের মধ্যে একমাত্র বাংলাদেশি “ব্রিগেড মেজর” হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭২ সালের অক্টোবর মাসে তিনি মেজর পদে উন্নীত হন। পরবর্তীতে তিনি ১৯, ৯, ১০ এবং ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সহ-অধিনায়ক হিসাবে কর্মরত ছিলেন। মেজর অলি আহমদ ১৯৭৫ সালের সেপ্টেম্বর মাসে লে. কর্নেল হিসাবে পদোন্নতি পান। অতঃপর সৈয়দপুরে অবস্থানরত ২৪তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রথম অধিনায়ক হিসাবে তাকে নিযুক্ত করা হয়। নভেম্বর মাসের শেষ দিকে তিনি সেনা সদর দপ্তরে জেনারেল স্টাফ অফিসার-১ (অপারেশন) হিসাবে নিযুক্ত হন। পরবর্তীকালে তিনি সেনাপ্রধান, ডি.সি.এম.এল.এ. সশস্ত্রবাহিনীর সুপ্রিম কমান্ডার, সি.এম.এল.এ. এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সাল হইতে ১৯৭৭ সাল পর্যন্ত সামরিক বাহিনীতে ১৯টি বিদ্রোহ সংঘটিত হয়। লে. কর্নেল অলি এই বিদ্রোহ দমনে এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালের জানুয়ারি মাসে কর্নেল পদে উন্নীত হন এবং ১০ই জানুয়ারি ১৯৮০ সালে ১৩ বৎসর চাকুরী অবশিষ্ট থাকা অবস্থায় চাকরি হতে পদত্যাগ করে অবসর গ্রহণ করেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘ দিনের সহযোগী এবং বিশ্বস্ত বন্ধু হিসেবে বঙ্গভবনে থাকা অবস্থায় পর্দার আড়ালে থেকে ড. অলি আহমদ নতুন রাজনৈতিক দল গঠন করার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেন এবং দলটির নামকরণ (বিএনপি) তিনি করেন। সমগ্র দেশে বিএনপিকে সুসংগঠিত করার জন্য তিনি কঠোর পরিশ্রম করেন। তিনি পার্টির অন্যতম একজন প্রতিষ্ঠাতা। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে ১৯৮০ সালের ফেব্রুয়ারি মাসে বিএনপিতে যোগদান করেন এবং মার্চ মাসে উপনির্বাচনের মাধ্যমে চট্টগ্রাম-১৩ নির্বাচনী এলাকা হতে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

১৯৮২ সালের ফেব্রুয়ারি মাসে রাজনৈতিক জীবনের শুরুতে কর্নেল অলি আহমদ যুব উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পান এবং সামরিক আইন জারী হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত উক্ত পদে বহাল ছিলেন। তিনি প্রথমবার ১৯৮০ সালের মার্চে, দ্বিতীয়বার ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি, তৃতীয়বার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারী, চতুর্থবার ১৯৯৬ সালের ১২ জুন, পঞ্চমবার ২০০১ সালের ১ অক্টোবর এবং ৬ষ্ঠবার ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

সুদীর্ঘ নয় বৎসর স্বৈরশাসকের বিরুদ্ধে নেতৃত্ব, আন্তরিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে বিএনপির একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ১৯৮৪ সালে দলের বিএনপি’র সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হন। ১৯৮৪ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তাকে একাধিকবার দলের মহাসচিব হওয়ার প্রস্তাব দেন। কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় তিনি রাজি হননি।

১৯৯১ সালের ২০ মার্চ বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করার পর কর্নেল অলি আহমদ পূর্ণ মন্ত্রী হিসাবে যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হন এবং ১৯৯৬ সালের মার্চ পর্যন্ত তিনি এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। যোগাযোগ মন্ত্রী হিসেবে তিনি অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন, সফলতা এবং দক্ষতার সাথে মন্ত্রণালয় পরিচালনা করেন।

প্রকৃতপক্ষে তিনিই বাংলাদেশে আধুনিক সড়ক যোগাযোগ স্থাপনের রূপকার। ঢাকা মহানগর হতে দেশের প্রতিটি জেলার সাথে হাইওয়ে নির্মাণ এবং উপজেলার সাথে সংযোগ স্থাপনকারী সড়ক তার সময়েই নির্মিত হয়। তাঁর সময়ে দেশের বড় বড় সেতুগুলি নির্মিত হয় বা পরিকল্পনা গ্রহণ করা হয়, যেমন- যমুনা সেতু, (যার প্রায় ষাট শতাংশ কাজ তার সময় সম্পন্ন হয়) দাউদকান্দি সেতু, রূপসা সেতু এবং ভৈরব সেতুর নাম উল্লেখযোগ্য।

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের পর তিনি প্রধান সমন্বয়কারী হিসেবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ত্রাণ, পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালের মার্চে গঠিত নতুন মন্ত্রী সভায় শপথ নেয়ার পর তিনি কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং পানি সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত হন। কিন্তু একদিন পর পুনরায় তাকে বিদ্যুৎ, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়। ১৯৯৬ সালের ৩০ মার্চ বিএনপি সরকার পদত্যাগ করার পূর্ব পর্যন্ত তিনি ঐ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এই স্বল্প সময়ের মধ্যে তিনি ১৩০ মেগাওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেন। ১৯৯৬ সালের ১২ই জুনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দুই তৃতীয়াংশ মন্ত্রী এবং বড় বড় নেতারা নির্বাচনে পরাজয় বরণ করেন, অন্যদিকে কর্নেল অলি আহমদ চট্টগ্রামের ২টি আসন থেকে বিপুল ভোটে বিজয় লাভ করেন। ২০০১ সালে ধানের শীষ ও ২০০৮ সালের নির্বাচনে তিনি এলডিপির প্রতীক ছাতা মার্কা নিয়ে বিজয়ী হন।

দীর্ঘ ১৭ বছর হাসিনা বিরোধী আন্দোলনে লড়াই সংগ্রামে যিনি এক দিনও মাঠ থেকে সরে যাননি তিনি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। বিগত ১৭ বছর দেশে অন্যায়ের ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে সব সময় মাঠে থেকেছেন। সর্বশেষে ছাত্ররা যখন সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এসে যোগ দিয়েছে তখনও মাঠে ছিলেন কর্নেল অলি। এত এত ত্যাগের পরেও যখন দেখি অলি আহমদ বীর বিক্রমকে অবমূল্যায়ন করা হচ্ছে তখন আমরা হতাশ হই।

পরিশেষে বলছি, পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহকারী, যুদ্ধ চলাকালীন সময়ে প্রথম খেতাবধারী বীর বিক্রম, মুক্তিযুদ্ধের প্রথম সাব-সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধের সময়ের প্রথম এবং একমাত্র বাংলাদেশি ব্রিগেড মেজর ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার একমাত্র পরামর্শক ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমের মতো মানুষকে যখন মূল্যায়ন করা হয় না, স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় না, তখন বুঝতে বাকি থাকে না বাংলাদেশ তার সঠিক পথে নেই। ধরেই নিতে হয় পথ হারিয়েছে বাংলাদেশ।

লেখক: সালাহ উদ্দীন রাজ্জাক, গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা, ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

রাজনীতি লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের বিদ্যমান আহবায়ক কমিটি বিলুপ্ত

    ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির সামনে ‘এখন চ্যালেঞ্জ’: পুস্পমাল্য অর্পনের পরে সাংবাদিকদের মির্জা ফখরুল

    সেনাবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ: মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধান উপদেষ্টার সাথে চীন সফর ও দেশের আইন-শৃঙ্খলা নিয়ে আলোচনা

    ১৮ পদক জিতে জুলাই রেভুলেশন ফেন্সিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার

    আগামীকাল রবিবার বেলা ২ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করবে বিএনপি

    চট্টগ্রামের সীতাকুন্ডে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান: অস্ত্র ও গোলাবারুদ সহ আটক ৪

    প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি – আমিনুল হক

    ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র বাবা বিশিষ্ট শিক্ষাবিদ মাহমুদ উল্লাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ‘আমরা বিএনপি পরিবার’এর

    ‘লালশার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল:পোস্ট দিয়েছেন রাশেদ খান

    প্রতিবাদ নয় গণজাগরণ: নিকুঞ্জের মানুষ লিখলো নতুন ইতিহাস

    নড়াইলে নাশকতা মামলার আসামি শওকত চৌধুরী গ্রেফতার

    সড়ক নিরাপত্তা সচেতনতা বৃদ্ধির আহ্বানে নিসচা’র পথসভা ও লিফলেট বিতরণ

    “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনায় তারেক রহমান এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

    সংবাদ বিজ্ঞপ্তি:কাকরাইলে দুটি রাজনৈতিক দলের সংঘর্ষে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়া প্রসঙ্গে

    বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে :ঢাকা ১৮ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সেগুন

    কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে রক্তাক্ত গণঅধিকার এর সভাপতি নুরুল হক নুর

    শেখ হাসিনার আমলে বাংলাদেশে নজীরবিহীন গুমের ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে উদ্বিগ্ন : তারেক রহমান

    সঞ্জীবন প্রকল্প’ বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতার আশ্বাস

    খেলাধুলার প্রসারে প্রতিটি খালি জায়গায় মাঠ তৈরি করবে বিএনপি : আমিনুল হক

    থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে সাংবিধানিক আদালত

    স্বাস্থ্য উপদেষ্টা হতে এক সমন্বয়ককে ২০০ কোটি টাকার চেক দেয়ার অভিযোগ : দুদকের অভিযান

    শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জন কারাগারে

    ভেনেজুয়েলার বিপক্ষে আগামী সপ্তাহেই শেষবার আর্জেন্টিনায় খেলবেন মেসি!

    সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে নির্বাচন কমিশন আলাদা সেল গঠন করবে: সিইসি এএমএম নাসির উদ্দিন

    উত্তরা ক্লাবে ৩ দিন ব্যাপি আবাসন মেলা

    তৎকালীন সরকারের কারণে যথাযথ চিকিৎসা পাননি খালেদা জিয়া: ডা. জাহিদ

    হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)

    ডিএমপি রমনা বিভাগের ডিসিকে নিয়ে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স(এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবি তৈরি করে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে

    উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি


    • সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৩ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৬:৪০ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৫৮ অপরাহ্ণ
      আছরবিকাল ৪:২৬ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৭:১৬ অপরাহ্ণ
      এশা রাত ৮:৩৩ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।