আজ মঙ্গলবার | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ |১লা জিলকদ, ১৪৪৬ হিজরি | রাত ৯:২১
বিডি দিনকাল ডেস্ক : রাজনীতির বাইরেও অনেক কিছু করার আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে’ এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্দেশে তারেক রহমান বলেন, এখানে যারা আছি, আমরা সবাই রাজনীতি করি এবং রাজনৈতিক কর্মী। কিন্তু রাজনীতির বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সমাজের পাশে দাঁড়ানোর জন্য আমাদের অনেক সুযোগ আছে এবং আমাদের অনেক কিছু করার আছে। আমাদের যার যেটাই অবস্থান, প্রত্যেকেই আমরা করতে পারি। শুধু রাজনীতি করলেই বন্যা ও দুর্যোগ হলেই দাঁড়াবো আমরা। কিন্তু এর বাইরেও অনেক কিছু করার আছে।
তিনি বলেন, বহু মানুষ আছেন, যাদের আমরা উৎসাহ দিলে এধরনের কাজে সম্পৃক্ত হবে। নিজের অবস্থান থেকেই তারা করবেন। যে মানুষগুলো এখনো সম্পৃক্ত না, এরকম মানুষগুলোকে যদি আমরা উৎসাহিত করে এই কাজে সম্পৃক্ত করতে পারি তাহলে আরও কিছু মানুষ সহযোগিতা পাবে। যেটাতে সমাজ, দেশের উপকার হবে। আসুন আজকে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা চেষ্টা করি, কিছু মানুষকে উৎসাহিত করার জন্য- যাদের পক্ষে সম্ভব। আমাদের সঙ্গে আসার দরকার নাই। তারা তাদের নিজ অবস্থান থেকেই করুক। তাহলে আরও কিছু মানুষ সহযোগিতা পাবে।
‘আমরা বিএনপি পরিবার’-এর গঠনের শুরু’র দিকের কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এটি আমরা ধরে রাখব, এটি আমরা চালিয়ে নিয়ে যাব, এখানে থামার কোন বিষয় নাই। এটি আমাদের চালিয়ে যেতে হবে। এটি আমরা করে যাব, যতটুকু আমরা পারি। কতটুকু পারলাম, সেটা বিষয় নয়। বিষয় হচ্ছে, আমরা চেষ্টা করেছি।
সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এর সঞ্চালনায়‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর হোসেন পাভেল প্রমুখ।
এই সময় সগঠনের সাথে সংশ্লিষ্ট নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:০৬ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:২৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১২:৫৬ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:২৬ অপরাহ্ণ |
এশা | রাত ৮:৪৬ অপরাহ্ণ |