আজ মঙ্গলবার | ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ |১৮ই রমজান, ১৪৪৬ হিজরি | রাত ১২:৪১
ঢাকা : চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়হীন থাকার পরও বড় অঙ্কের অর্থ আয় করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ষষ্ঠস্থানে থেকে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে ৪ দশমিক ৭৫ লাখ ডলার (প্রায় ৫ কোটি ৭৬ লাখ টাকা) আয় করেছে টাইগাররা।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই ১ দশমিক ২৫ লাখ ডলার করে পেয়েছে প্রতিটি দল। গতকাল রাতে দক্ষিণ আফ্রিকার কাছে ইংল্যান্ড ৭ উইকেটে হেরে যাওয়ায় টুর্নামেন্টে বাংলাদেশের ষষ্ঠস্থান নিশ্চিত হয়।
কারণ গ্রুপ পর্বে ৩ ম্যাচের সবকটিতেই হেরেছে ইংল্যান্ড। ফলে আট দলের টুর্নামেন্টে টেবিলের অষ্টম হয় ইংলিশরা।
এতে ষষ্ঠস্থানে থাকায় টুর্নামেন্ট থেকে আরও ৩ দশমিক ৫০ লাখ ডলার পাবে বাংলাদেশ। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছিল টাইগাররা।
ভারতের কাছে ৬ উইকেটে হেরে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে যায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে ১ পয়েন্ট পায় বাংলাদেশ। পয়েন্ট টেবিলে রান রেটে এগিয়ে থাকার সুবাদে স্বাগতিক পাকিস্তানকে টপকে ষষ্ঠস্থানে উঠে বাংলাদেশ। (বাসস)
সোমবার, ১৭ মার্চ, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৫:৫০ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৭:০৬ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০৭ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:৩২ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:০৮ অপরাহ্ণ |
এশা | রাত ৮:২৩ অপরাহ্ণ |