আজ বুধবার | ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ |৭ই মহর্রম, ১৪৪৭ হিজরি | সকাল ১০:০০
আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে জাতীয় পর্যায়ে সংলাপে অবদান রাখতে জেলা যুব প্লাটফর্ম-গালস গেট ইক্যুয়াল কমিটির সাথে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে কুড়িগ্রাম আরডিআর এস প্রশিক্ষণ কক্ষে চাইল্ড, নট ব্রাইড(সিএনবি) প্রকল্প, আরডিআর এস বাংলাদেশ ও এমজেএসকেএস এর আয়োজনে,এন আর-টেলিনথ ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় জেলা যুব প্লাটফর্মের ৯ উপজেলা থেকে ১৮ জন ও জেলা ব্রেভ গার্লস প্লাটফর্মের তজন প্রতিনিধি অংশ নেয়।
এ সময় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন টেকনিক্যাল অফিসার,আব্দুল মমিন হোসেন,টিও আর ডি আর এস ফারজানা ফৌজিয়া, জেলা যুব প্লাটফর্মের প্রতিনিধি নির্বাচন নিয়ে আলোচনা করেন-টিও লীড মোঃ ইলিয়াস আলী, কর্মশালায় মাইটিভি জেলা প্রতিনিধি,আশরাফুল হক রুবেল,বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি একরামুল হক স¤্রাট,যুব প্লাটফর্মের মনতাজুর রহমান বিপ্লব,ব্রেভ গার্লস জোৎ¯œা বেগম,পলীরাণী সহ যুব প্লাটফর্মের অংশগ্রহনকারীরা বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন,শুধু বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা র্সষ্টি নয় তারা একইসঙ্গে শিশুদের জন্ম নিবন্ধন, নারী নির্যাতন বন্ধ সহ সামাজিক অনেক কার্যক্রমে অংশগ্রহন করছে।
বুধবার, ২ জুলাই, ২০২৫ | |
ওয়াক্ত | সময় |
সুবহে সাদিক | ভোর ৪:৪৮ পূর্বাহ্ণ |
সূর্যোদয় | ভোর ৬:১৫ পূর্বাহ্ণ |
যোহর | দুপুর ১:০২ অপরাহ্ণ |
আছর | বিকাল ৪:২১ অপরাহ্ণ |
মাগরিব | সন্ধ্যা ৭:৫০ অপরাহ্ণ |
এশা | রাত ৯:১৭ অপরাহ্ণ |